March 23, 2025, 2:27 pm

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান ॥ অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালাল ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশন এ অভিযানে নামেন। গতকাল রবিবার দুপুরে দুদক হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে একটি টিম হাসপাতালে অভিযানে নামেন। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা দেখে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ধরা পড়ে। হাসপাতালের স্টাফ ও কর্তৃপক্ষকে ৭ দিনের মধ্যে এসব সমস্যা সমাধানের নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দালালদেরকে নির্মূল করার নির্দেশ দেন। যদি কোন হাসপাতালের স্টাফ দালালদেরকে লালন পালন করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনেক সহজ সরল রোগীরা দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। এমন খবরও তাদের কাছে রয়েছে। অভিযান চালানোর সময় বর্হিবিভাগে চিকিৎসক না থাকা, সেবিকাদের দায়িত্বে অবহেলা ও সরকারি ঔষধ বিতরণসহ বিভিন্ন অনিয়ম দেখতে পায় দুদক। পরে সব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেয়া হয়। এরশাদ হোসেন জানান, গতকাল সকাল থেকেই তিনি ছদ্মবেশে হাসপাতালে অভিযান করেন। এ অভিযান প্রতিনিয়ত চলবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.