March 23, 2025, 5:24 am

হাজী আনোয়ার আলীর উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের হাজী আনজব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট অত্র বিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর ইংল্যান্ড প্রবাসী হাজী আনোয়ার আলীর উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গত রবিবার সকাল ১১টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনতা অংশ গ্রহণ করেন। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম চৌধুরী। বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুজ্জামান, অত্র বিদ্যালয়ের দারুল কেরাত শাখার নাজিম মনসুর আহমদ, সহকারী শিক্ষক বাবু সঞ্জনয় কুমার ধাম, অসীম কুমার চৌধুরী, অলক দাশ, সাজন মিয়া, জালাল উদ্দিন, পিয়েল রানা, বিনমলী দেব, সুহেলা আক্তার, দারুল কেরাতের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সহকারী শিক্ষক আলীমুদ্দীন, ফখরুদ্দীন, মোবাশ্বির আলী। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র জাহুরুল হক। বক্তারা, হাজী আনজব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আনোয়ার আলীর বর্ণাঢ্য জীবনের দিক তুলে ধরে বলেন অচিরেই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, নতুবা অত্র এলাকার আপামর জনসাধারণ আরো কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে বাধ্য হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.