March 23, 2025, 3:06 pm

হবিগঞ্জে ব্যবসায়ী দীলিপ রায় হত্যা ঘটনায় পাহারাদারসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের দানিয়ালপুরে ব্যবসায়ী দীলিপ রায় হত্যা ঘটনায় পাহারাদারসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ঘটনার কু উৎঘাটনের জন্য পুলিশ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়েছে। পুলিশের দাবি অচিরেই হত্যা মুটিভ উদঘাটন করা হবে। আর আটকদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ করছে না। হত্যার মুটিভ উৎঘাটনের পর প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। প্রসঙ্গ, গত সোমবার সকাল ১০টায় দানিয়ালপুর দীলিপ রায়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাত, মুখ বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাজারের পাহারাদার ইউনুছ আলী (৫০), খাদেম আলী (৩৫), তাহির মিয়া (৩৮) কে আটক করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.