March 18, 2025, 10:52 pm

SAMSUNG CAMERA PICTURES

ঈদকে সামনে রেখে সদর থানা পুলিশের মোটর সাইকেল মহড়া

জুয়েল চৌধুরী ॥ ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সদর থানার পক্ষ থেকে শহরে মোটর সাইকেল মহড়া দেয়া হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের নেতৃত্বে এসআই শাহিদ মিয়া, অমিতাভ, জহিরুল ইসলাম, আব্দুর রহিম, মোঃ আলমগীর, মোজাম্মেল হক, জুয়েল সরকার, সাইফুল ইসলামসহ একদল পুলিশ গত শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন শপিংমলে এ মহড়া দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্ক করে গুরুত্বপূর্ণ ভাবে ডিউটি করার নির্দেশ দেন। যাতে সাধারণ মানুষদের কোন ধরনের দুর্ঘটনা না ঘটে। এছাড়াও কোন ছিনতাইকারী চক্র বিভিন্ন শপিংমলে ক্রেতা সেজে সাধারণ মানুষদের কাছ থেকে যাতে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে না নেয়। ডিউটিরত পুলিশদের এ নির্দেশ দেন ওসি জিয়াউর রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.