March 18, 2025, 11:43 pm

নবীগঞ্জে শায়েখ আব্দুস শহীদ স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সংবাদদাতা ॥ নবীগঞ্জে হযরত মাওলানা শায়েখ আব্দুস শহীদ (রঃ) স্মৃতি স্মরণে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইব্রাহিম চৌধুরীর সার্বিক তত্বাবধানে পুরানগাঁও জামেয়া শহীদিয়া হাফিজিয়া মাদ্রাসায় গত শনিবার ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উক্ত মাদ্রাসার সভাপতি অব্দুল ওয়াহিদ চৌধুরী। মাওঃ হিফজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটখালী হুজুর আইয়ুব বিন সিদ্দিকি। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সিলেটের দয়ামির মাদ্রাসার মুহাদ্দিছ মাওঃ আমিনুর রহমান, সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, মাওঃ হুসাইন আহমদ, মাওঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবেক সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল করণ দাশ, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আলী হাছান লিটন প্রমুখ। এ ছাড়া ও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.