March 23, 2025, 4:16 am

নবীগঞ্জে ১২টি মামলার সাজাপ্রাপ্ত আসামী নাছিম পুলিশের খাঁচায়

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় ১২টি মামলার সাঁজাপ্রাপ্ত আসামী নাছিম ইকবাল চৌধুরীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে ৬টি মামলার সাঁজা ওয়ারেন্ট ও ৬টি সিআর মামলার পলাতক আসামী ছিল বলে পুলিশ সুত্রে জানা গেছে।  তাকে গত ৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় নবীগঞ্জ শহরের সালামত পুর এলাকা থেকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে এসআই, সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেফতার করেন। এমনকি তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩৪ লক্ষ ৭৪ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত এবং বিভিন্ন মেয়াদে সাঁজা  ছিল। গ্রেফতারকৃত নাসিম ইকবাল চৌধুরী নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডস্থ নিরাপদ-১১৮ এর বাসিন্দা। সে মৃত ইকবাল আহমদ চৌধুরীর পুত্র বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.