March 23, 2025, 5:13 am

মোরগের খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আব্দুল মুকিত ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামে লোকজনদের চলাচলের রাস্তার পার্শ্বে পাশাপাশি ৩টি মোরগের খামারের বিষ্ঠার দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। এমনকি খামারের বিষ্টার তীব্র দুর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করতে পারছে না। গ্রামবাসী থাকতে পারছেন না বাড়ি ঘরে। পরিবেশ হচ্ছে দূষিত। অতিদ্রুত এর প্রতিকারের পদক্ষেপ না নিলে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিতে পারে বলে মনে করছেন এলাকার সচেতন লোকজন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রতনপুর গ্রামের বড় বাড়ীর নিকটস্থ প্রধান রাস্তার পাশে পাশাপাশি ৩টি  মোরগের খামার রয়েছে। খামার করেছেন ওই গ্রামের ফরিদ মিয়া নামের লোক। খামারের পাশ দিয়ে একটি বড় রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো লোকজন  চলাচল করেন। খামারের পাশেই রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও বাজারসহ জনবসতি। রাস্তা দিয়ে শিক্ষার্থীসহ সাধারণ লোকজন যাওয়া আসার সময় কাউকে নাকে হাত দিয়ে, আবার কাউকে মুখে কাপড় দিয়ে যাতায়াত করতে দেখা যায়। ওই গ্রামের বাসিন্দা স্থানীয় রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ নাইম আহমেদ জানায়, সে খামারের দুর্গন্ধে স্কুলে যাওয়ার সময় এক হাত দিয়ে নাক চেপে ধরে রাস্কা অতিক্রম করতে হয়। এভাবে স্কুলে গিয়ে পড়াশোনা করতে তাদের খুবই কষ্ট হচ্ছে। পথচারী সুমন মিয়া জানান, বাজারে যেতে হলে এ খামারের পাশের রাস্তা দিয়েই যেতে হয়। খামারের কাছে আসলেই নাকে কাপড় চেপে রাখতে হয়। দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই প্রশাসনের হস্তপে কামনা করেন তিনি। স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছোবহান মিয়া বলেন, বিষযটি তিনি জানেন। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী তাকে অভিযোগ করার পর তিনি খামারের মালিককে বলেছেন। কিন্তু মালিক এ দুর্গন্ধ নিয়ন্ত্রন করতে কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান বলেন, বিষয়টি জানা ছিলনা, যেহেতু এখন জেনেছি। অচিরেই এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.