,

সিলেট সিটি মার্কেটে আগুন ! আহত ১ লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি ॥ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অধীনস্থ নগরীর লালদিঘীরপাড়স্থ নতুন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। মার্কেটের লাইট গ্যাস স্টোরে (এলপি গ্যাস বিক্রির দোকান) সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা যায় রোববার দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ী পারভেজ আহমদ (২৮) আহত হয়েছেন। আহত পারভেজ আহমদকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিটি করপোরেশনের নতুন মার্কেটের লাইট গ্যাস স্টোরে হঠাৎ করে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দোকানো আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেন। সিলেট ফায়ার স্টেশনের ইনচার্জ তারেক মো. জাবেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় লাইট গ্যাস স্টোরের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.