স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর বাইপাস, কোর্টস্টেশন, রাজনগর, বহুলাসহ বিভিন্ন এলাকার সরকারি জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন রুবেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২য় দফায় এসব স্থাপনা উচ্ছেদ করে। ইউএনও সাখাওয়াত হোসেন রুবেল জানান, শহরের বিভিন্ন এলাকায় সরকারি জায়গা ড্রেন, খাল, পুরাতন খোয়াই নদীর ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এ সব স্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসন ও সরকারি জায়গা দখলমুক্ত করতেই অভিযান চালানো হয়েছে। পর্যালোচনাক্রমে খোয়াই নদীসহ বিভিন্ন সরকারী জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
Leave a Reply