March 18, 2025, 11:34 pm

নবীগঞ্জে ট্যাভেলস ব্যবসায়ীকে মারপিট করে রক্তাক্ত জখম

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় এক ট্যাভেলস ব্যবসায়ীকে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা হামলা করে সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টায়  ওই উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামস্থ বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায়। সুত্রে জানা গেছে- ওই ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত হাজী সইদুর রহমানের পুত্র আলহাজ্ব ইউসুফ চৌধুরী (৫০) ওই সময় স্থানীয় শেরপুর  বাজার-এর পেয়ারা ট্যাভেলস থেকে বাড়ি ফিরছিলেন। পারকুল গ্রামস্থ বিবিয়ানা পাওয়ার প্লান্ট আসা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা সংঘবদ্ধ দূর্বৃত্তরা তাকে আটকিয়ে অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে তার সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তার শোর চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.