,

বাহুবলের কাজীহাটায় যাত্রাপালার নামে অশ্লীলতা যুব সমাজ ধ্বংসের পথে ॥ নারী সমাজ ক্ষুব্ধ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের কাজীহাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত যাত্রায় ব্যাপক নগ্নতা ও অশ্লীলতা প্রদর্শিত হয়েছে। কাজীহাটা গ্রামের উন্মুক্ত মাঠে রাহেলার বনবাস নামক যাত্রাপালায় এসব অশ্লীলতার দৃশ্য দেখা যায়। এসময় যাত্রা দেখতে আসা এলাকার হাজার হাজার নারী-পুরুষ চরম অস্বস্থিতে পড়েন। সেই সাথে অনেকেই যাত্রার আয়োজক দের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ২৬ শে মার্চ রাতে বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে স্থানীয় কতিপয় নেতৃবৃন্দের সহযোগীতায় ওই যাত্রাপালাটি অনুষ্ঠিত হয়। ওই দিন যাত্রাপালায় ‘রাহেলার বনবাস’ মঞ্চস্থ হওয়ার খবর শুনে সন্ধ্যা থেকেই বাহুবল উপজেলাবাসীসহ জেলার বিভিন্ন স্থানের হাজার হাজার দর্শক ভীড় জমায়। অনুষ্ঠিত যাত্রাপালায় নায়ক-নায়িকাদের নগ্নতার দৃশ্য চোখে পড়লে নারী দর্শকরা লজ্জায় নিজের দিখে মুখ ঢাকতে বাধ্য হন। অনেক দর্শককেই আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে মাঠ ত্যাগ করতে দেখা যায়। যাত্রার শুরুতে হাজার হাজার দর্শকের উপস্থিতি থাকলেও নগ্নতা আর অশ্লীলতার কারনে যাত্রা শেষ হবার পূর্বেই দর্শককে চলে যেতে দেখা যায়। এলাকাবাসী জানান, এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে এমন নগ্নতার সাথে যাত্রাপালা মঞ্চস্থ হওয়ায় যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। পাশা-পাশি স্বাধীনতার নামকরণ করে এমন দৃশ্য উপস্থাপন করে স্বাধীনতার প্রতি ব্যাপক অমর্যাদা করা হয়েছে বলে মন্তব্য করেন। মঞ্চস্থের শুরুতেই যাত্রাপালায় নগ্নতার দৃশ্য চোখে পড়লে অনুষ্ঠান ত্যাগ করেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইসহ সুশীল ব্যাক্তিবর্গ। পরের দিন বাহুবল উপজেলার হাট-বাজারসহ বিভিন্ন অলিগলিতে যাত্রাপালায় মঞ্চস্থ হওয়া অশ্লীল নগ্নতার বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা যায়। নগ্নতা আর অশ্লীলতা যুব সমাজকে ধ্বংসের একটি অংশ মনে করে নগ্ন ও অশ্লীল প্রদর্শনীর যাত্রাপালা বন্ধ করতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এব্যাপারে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.