March 23, 2025, 3:15 pm

হবিগঞ্জে দুই দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, ডিজিটাল বাংলাদেশের সুচনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশের মানুষ আজ ডিজিটাল বাংলাদেশের সুফল পাওয়া শুরু করেছে। বাড়ীতে বসেই বিদেশে থাকা ছেলেকে দেখে মা কথা বলতে পারছে। চিকিৎসা সেবার জন্য ঘরে বসেই ডাক্তার পরামর্শ গ্রহণ পারছে। কৃষি তথ্যের জন্য কৃষককে আর জেলা শহরে যেতে হয়না। হাতের কাছেই সব ধরণের তথ্য পেয়ে যাচ্ছে। পরিবার ফলাফলের জন্য পরীক্ষার্থীকে লাইনে দাড়িয়ে ফলাফল জানতে হয়না। গ্রাম গঞ্জে, শহরে বন্দরে সর্বক্ষেত্রে আজ ডিজিটালের ছোয়া লেগেছে। তিনি গতকাল সোমবার হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। শায়েস্থাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ডিজিটাল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশফাকুল হক চৌধুরী। জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ¦ মোঃ আবু জাহির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, শায়েস্থাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্থাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্থাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ বিশ^জিৎ পাল, শায়েস্থাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আজিজু হাসান তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডাঃ ফেরদৌসী ইসলাম শায়েস্থাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, শায়েস্থাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সুকরিপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, হবিগঞ্জ সরকারী টেকনিক্যোল স্কুল এন্ড কলেজ জুনিয়র ইন্সঃ ইলেক- ওয়াকিল আহম্মেদ, রুহুল কদ্দুস, অর্থ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক, জন প্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ডিজিটাল মেলায় শায়েস্থাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫টি কক্ষে ১৫ টি স্টল স্থাপন করা হয়েছে। অংশ গ্রহনকারী স্টলগুলো হচ্ছে শায়েস্থাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল, কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত কম্পিউটার ইন্সটিটিউট, জহুর চান বিবি মহিলা কলেজ, ডিগ্রি কলেজ, কামিল মাদরাসা, বালিকা উচ্চ বিদ্যালয়, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সাবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা মৎস্য অফিস, উপজেলা কৃষি অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এ মেলা আজ মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত চলবে। মেলা প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিদের উপস্থিতি চোখে পড়ার মত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.