March 22, 2025, 7:52 pm

হবিগঞ্জ কারাগার থেকে দুই কিশোরের পলায়ন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগার নৈরাজ্যে পরিণত হয়েছে। কারা কর্তৃপক্ষের গাফলতির কারণে দুই কিশোর কারাগার থেকে পালিয়ে গেছে। এ নিয়ে কারাগারে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, গত শনিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদরের অন্তর (১৬) ও নয়ন (১৭) নামে দুই টোকাই কিশোরকে চুরির অভিযোগে হবিগঞ্জ সদর থানার পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে একদল পুলিশ হবিগঞ্জ কারাগার থেকে তাদেরকে গাজীপুর কাশীমপুর কারাগারে নিয়ে যাওয়ার জন্য আসলে এসময় ওই কিশোর আসামীদেরকে কারাগারে খুজে পাওয়া যায়নি। এ ঘটনার এক পর্যায়ে কারাগারে পাগলা ঘন্টা বাজিয়ে শুনালে তোলপাড় শুরু হয়। আনেক খুজাখুজির পরও তাদেরকে পাওয়া যায়নি। কড়া নিরাপত্তার কারাগার থেকে তারা কি করে পালিয়ে গেল এ নিয়ে প্রাশাসনের মাঝে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এব্যপারে জেল সুপার নরশেদ আলম ভুইয়াকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ডেপুটি জেলার সুহেল আহমদ জানান, ওই কিশোররা জেলের ভিতর কোথাও লুকিয়ে রয়েছে। সিলেটের ডিআইজি প্রিজন মোঃ তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিশোর দুই জন পালিয়ে যাওয়ার কথা শুণেছেন। তাদেরকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে সদর থানার এ এসআই নুরে আলম জানান, আসামীদেরকে খোজ করা হচ্ছে এবং ভিবিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনা নিয়ে চাঞ্চ্যকর সৃষ্টি হয়েছে প্রশাসনের মধ্যে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.