নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরকে যানজট নিরসনে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মুহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, কাউন্সিলর সন্তোষ দাশ, পুলিশের এস.আই নজরুল ইসলাম প্রমূখ। অভিযান পরিচালনাকালে অবৈধ ভাবে পার্কিং করার দায়ে ১টি ইমা পরিবহন ও ১টি মটর সাইকেলকে ৪ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি দেয়া হয়েছে। অভিযান চলাকালে জনমনে স্বস্তি ফিরে আসে। এবং এ অভিযান অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক বৃন্দ।
Leave a Reply