March 19, 2025, 12:13 am

সবচেয়ে বয়স্ক নারী হিসেবে স্বীকৃতি পেলেন…গার্টরাড ওয়েভার

সময় ডেস্ক ॥ এবার দুনিয়ার সবচেয়ে বয়স্ক নারী হিসাবে স্বীকৃতি পেলেন ১১৬ বছর বয়সী আমেরিকান নারী। তার নাম গার্টরাড ওয়েভার। তিনি গিনেজ বিশ্ব রেকর্ড বুকের তালিকায় অন্তর্ভূক্ত হন। ১৮৯৮ সালে আরকানাস শহরের কেমডনের একটি নার্সিং হোমে তিনি জন্ম গ্রহণ করেন। প্রতিবছর ৪ জুলাই তিনি জন্মদিন পালন করেন। গার্ট রাডের আগে সবচেয়ে বয়স্ক নারী হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন জাপানের মিসাও ওকাবা। সম্প্রতি ১১৭তম জন্মদিন পালনের কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেছেন। গার্টরাড ওয়েভার আমেরিকার প্রধানমন্ত্রী বারাক ওবামার অনুসারী। গার্ট রাড ইউভার আশা করেন তার ১১৭ তম জন্মদিনে বারাক ওবামা অংশগ্রহণ করবেন। আমেরিকান চ্যানেল সি বি এস সাক্ষৎকারে তিনি তার দীর্ঘয়ুর রহস্যে সৃষ্টিকর্তাকেই মনে করেন। গার্ট রাড ইউভার চারসন্তানের মধ্যে শুধুমাত্র ৯৪ বছর বয়সী জুই এখনো বেঁচে আছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.