,

তথ্য প্রযুক্তির বদৌলতে পৃথিবী দেশের অধিকাংশ গনমানুষের হাতের মুটোয়..জয়নাল আবেদীন

মাওঃ হাবিবুর রহমান ॥ বানিয়াচং উপজেলা প্রশাসন আয়োজিত দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা গতকাল ৫ এপ্রিল রবিবার বিকালে সমাপ্ত ঘোষনা করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাপনী সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা এর পরিচালনা ও সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ আবদাল হোসেন খান, ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, পিআইও মেহেদী হাসান, শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, ডিজিএম একে আজাদ, সুখী আক্তার, মৌলানা মোজাম্মিল হক, ভানু চন্দ্র চন্দ প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন তার বক্তৃতায় বলেন, তথ্য প্রযুক্তির বদৌলতে পৃথিবী এখন বাংলাদেশের অধিকাংশ গনমানুষের হাতের মুটোয়, ডিজিটাল বাংলাদেশ বিশ্ববাসীর কাছে অনুকরনীয় মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফলে পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং বিশ্বে সুপরিচিতি পেয়েছে। সরকারের ভিশন ২০-২১ কার্যক্রমের টার্গেট ২০১৭ সালেই বাস্তবে রূপ নিবে বলে তিনি ধারনা পোষন করেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ট স্টলদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। পুর্বাহ্নে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘লার্নিং এন্ড আর্নিং’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান এর সঞ্চালনায় ও পরিচালনায় মুখ্য আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, বেসিক ২০১৪ এওয়ার্ড প্রাপ্ত ফ্রিল্যান্সার মেহের তরফদার, ফ্রিল্যান্সার কামরুল ইসলাম। হাওর বেষ্টিত বানিয়াচং উপজেলার গণমানুষকে তথ্য ও প্রযুক্তির সাথে সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধিকল্পে আয়োজিত ডিজিটাল মেলাতে ১৯টি স্টল ছিল। তন্মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা যুব উন্নয়নের রাহ্ সমাজকল্যাণ যুব সংস্থা, প্রাথমিক শিক্ষা পরিবার, ব্র্যাক ব্যাংক, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, জনাব আলী ডিগ্রী কলেজ, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা, উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ সমিতি, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা তথ্য সেবা কেন্দ্র, বাংলাদেশ পুলিশ বানিয়াচং থানা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল সাংস্কৃতিক অনুষ্ঠান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.