নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান-১ শেখ সাদিকুর রহমান শিশুকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউপি অফিসের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমানের সভাপতিত্বে এবং ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় দায়িত্ব অর্পন অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান-১ শেখ সাদিকুর রহমান শিশু, প্যানেল চেয়ারম্যান-২ মোঃ ফিরোজ মিয়া, প্যানেল চেয়ারম্যান-৩ নুরুন্নাহার বেগম, ইউপি সদস্য মতিউর রহমান কঠন, আব্দুল মন্নান, মোঃ সাইফুর রহমান, মোঃ আব্দুল ছুবান, মরিয়ম বেগম, নাসিমা বেগম, রহমত আলী, লোকমান উদ্দিন, শেখ তোফায়েল আহমদ, মা-মনির প্রজেক্ট অফিসার লাইলী বেগম, ব্র্যাক ওয়াশের মুন্নু মিয়া, শেখ নাসির উদ্দিন, ফরুখ মিয়া, গিয়াস উদ্দিন ও ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা ফখরুল ইসলাম, নয়ন দাশ ও প্রফুল্ল সরকার প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে বর্তমান চেয়ারম্যান আনোয়ারুর রহমান ব্যক্তিগত সফরে আমেরিকা যাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান-১ শেখ সাদিকুর রহমান শিশুকে দায়িত্ব প্রদান করেন। এ সময় দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু তার দায়িত্ব চলাকালীন সময়ে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply