স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নারিকেল হাটা থেকে ১৬ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মামুনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সঞ্জু রাহুত (৩২) ও দুলাল রাহুত (৩৩) কে, ১৬ লিটার মদসহ আটক করে। পুলিশ জানায় তারা দেশীয় পানির বোতলে ভরে ৮টিতে নারিকেল হাটার দিকে যাবার সময় তাদেরকে আটক করে।
Leave a Reply