জুয়েল চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার করিমপুর নামকস্থানে মালবোঝাই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, উল্লেখিতস্থানে মাল বোঝাই দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ওয়াহিদুজ্জামান (৩৫) নিহত হয়। সে চাঁদপুর জেলার মতলব উপজেলার ধরগতপুর গ্রামের আবুল কালাম নিয়াজীর পুত্র। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর মর্গে প্রেরণ করে। ঘটনার পর ট্রাক দুটি আটক করলেও চালকরা পালিয়ে গেছে।
Leave a Reply