,

চুনারুঘাটে পহেলা বৈশাখ উপলক্ষে গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার ॥ পহেলা বৈশাখ উপলক্ষে চুনারুঘাট উপজেলায় কেউন্দা গ্রামে লাল দল বানাম আকাশীদলের মধ্যে উত্তেজনা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে ফাইনাল খেলাটি কেউন্দা গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারের লাল দল বিজয়ী হয়েছে। বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে আয়োজিত উক্ত খেলা উপলক্ষে মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ দানবীর ও সমাজ সেবক গিয়াস উদ্দিন লন্ডনী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আরব আলী, জাপানী মালেক, সাবেক মেম্বার রাহিদ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আজগর আলী, সবুজ মিয়া, ভিংরাজ মিয়া, ফজলু মিয়া, তৈয়ব আলী, ইকবাল মহালদার, আলাউদ্দিন, অলিউর রহমান, জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মীর সাইফুর রহমান। খেলায় লাল দল ও আকাশী দলের মধ্যে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় এক-এক গোলে সমতা হয়। আকাশী দলের হয়ে প্রথম গোল করেন হাফিজুর রহমান জামাল। লাল দলের হয়ে গোল করে সমতা আনেন মোঃ সাইদুর রহমান। নির্ধারিত সময়ের পর আরোও পনের মিনিট বৃদ্ধি করা হয়। বর্ধিত সময়েও কোন গোল না হওয়ায় পরবর্তীতে খেলে ট্রাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। এতে চার-দুই এর ব্যাবধানে লাল দল আকাশী দলকে পরাজিত করে। চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের অধিনায়ক আলাউদ্দিন সুবেল এর হাতে ট্রফি তুলে দেন গিয়াস উদ্দিন লন্ডনী ও অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন চেরাগ আলী। খেলায় হাজারো দর্শক উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.