,

নবীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ দিবস উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদের হল রুমে পটভূমি ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।
বিশেষ অথিতি হিসেব বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ আবুল খয়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী অজিত কুমার দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায়, ইউ.আর.সি ইন্সট্রাক্টর মেছবাহ উদ্দিন, শিক্ষক আলী আমজদ মিলন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না সহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্টানে প্রধান অতিথি মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান তাদের বক্তৃতায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্যপুর্ণ ঘটনা তোলে ধরেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.