,

চুনারুঘাটে কাল বৈশাখী ঝড়ে বশত বাড়ীর বেলজিয়া গাছ পড়ে যাওয়া নিয়ে কেন্দ্র করে এক কৃষককে মাথায় কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা

চুনারুঘাট প্রতিনিধি ঃ
চুনারুঘাটে কাল বৈশাখী ঝড়ে বশত বাড়ীর বেলজিয়া গাছ পড়ে যাওয়া নিয়ে কেন্দ্র করে এক কৃষককে মাথায় কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। একই পরিবারের ৪জনকে ও উত্তর নরপতি গ্রামের মৃত রজব আলীর পুত্র কৃষক আব্দুল জাহির (৫০) কে মাথায় ও হাতে কুপিয়ে ক্ষতবিক্ষত করে একদল দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটে জানা যায়, সকাল ৯টার দিকে নরপতি এলাকায়। তাদের সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আব্দুর জাহির সহ তার স্ত্রী ছেলে মেয়েসহ গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। আহত কৃষক আব্দুল জাহির জানায়, উপজেলার সদর ইউনিয়নের নরপতি একই গ্রামের আব্দুল মনাফ (৫৫), পিতা- মৃত রবি উল্লা, মোঃ কামাল মিয়া (২৮), জামাল মিয়া (২৫), জয়নাল মিয়া (২০), ইজ্জত আলী (৫০), মোঃ আসাদ আলী (২৫) সহ একদল দুর্বৃত্তরা পূর্ব শত্র“তার জেরধরে উৎপেতে থাকা অবস্থায় পার্শ্ববর্তী বশত বাড়ীর আব্দুর জাহিরের বেলজিয়ামগাছ কাল বৈশাখী ঝড়ে পড়ে যাওয়ায় এ সময় আব্দুজ জাহির গাছ কাটতে গেলে একদল দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে এ সময় আব্দুজ জাহির বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ও তার স্ত্রী, ছেলে, মেয়েকে বেধরক মারপিঠ করে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে আব্দুজ জাহরি বাদি গয়ে চুনারুঘাট থানায় ৭/৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। চুনারুঘাট থানার এস.আই আব্দুল মালিক ঘটনাস্থল তদন্ত করে। উল্লেখ্য যে, আব্দুল মনাফ এর সাথে আব্দুজ জাহিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.