এম এ আই সজিব ॥ হবিগঞ্জের বাহুবলে বিভিন্ন ছড়া ও নদী থেকে বালু পাচারের মহোৎসব চলছে। রাজনৈতিক নেতার নাম ভাঙ্গিয়ে একটি সংঘবদ্ধ সিন্ডিকেড অবৈধভাবে বালু উত্তোলন করে উপজেলা সদরের প্রধান সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্তুপ করে রেখেছে। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। মাঝে মধ্যে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল জরিমানা করলেও তাদের দমন করা যাচ্ছে না। সূত্রে জানা গেছে, হবিগঞ্জের এক নেতার নাম ভাঙিয়ে মিরপুর ও বাহুবলের কতিপয় বালুখেকো রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে বালু পাচারের সিন্ডিকেট নিয়ন্ত্রন করছে। যার কারণে তাদের কাছে উপজেলা প্রশাসন অসহায় হয়ে পড়েছে। অবৈধ বালু উত্তোলনের ফলে সরকার বছরে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সরজমিন দেখা গেছে, তেলিছড়া, ধলিয়া ছড়া, রূপাছাড়া রাবার বাগান এলাকাসহ কয়েকটি নদী ও ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে মহাসড়কের পাশে স্তুপ করে রাখা হয়েছে। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সরকারি ভূমি ছাড়াও ব্যক্তি মালিকানাধীন জমি ছড়ার গর্ভে বিলীন হচ্ছে। এ নিয়ে প্রায়ই ঘটছে সামাজিক হানাহানি। সম্প্রতি নতুন বছরের শুরুতে বালু সিন্ডিকেটের ভাগবাটোয়ারা নিয়ে কয়েকটি উপদলের সৃষ্টি হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কতিপয় যুব নেতা প্রতিটি উপদলের নেতৃত্বে থাকায় স্থানীয় প্রশাসন অবৈধ বালু পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিব্রতবোধ করছে। এদিকে মহাসড়কের পাশে স্তুপকৃত বালূ ট্রাক ও ট্রাক্টযোগে লোড আনলোডকালে ঘটছে দুর্ঘটনা। স্থানীয় সূত্র জানায়, গত ১ বছরে বালু পাচারের গাড়ির কারণে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে এবং অনেকেই আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এমতাবস্থায় স্থানীয় লোকজন বিভিন্ন সময় প্রতিবাদী হয়ে উঠলেও বালূ পাচারকারীদের পক্ষে প্রভাবশালীদের আর্শীবাদ থাকায় কোনো ব্যবস্থাই কার্যকর হচ্ছে না। সম্প্রতি বালু পাচার নিয়ে বাহুবলে উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply