,

গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে হবিগঞ্জ শহরে পহেলা বৈশাখের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা শহরের কোর্ট স্টেশন এলাকার জিএম ভিলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক দানবীর শিক্ষানুরাগি গিয়াস উদ্দিন লন্ডনী। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর পুত্র দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন মোঃ শাহজাহান কবীর, মোঃ আরব আলী। বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুছ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মোঃ আজগর আলী, জিতু মিয়া, মাসুক মিয়া, রিচি ইউপি মেম্বার জুম্মন মিয়া, তৈয়ব আলী, সবুজ মিয়া, আব্দুস ছামাদ, রাজু আহমেদ, সাবেক ইউপি মেম্বার তাউছ মিয়া, ফজলু মিয়া, আবু তাহের, আলমগীর কবীর, নাজমুল আলম পারভেজ, ভিংরাজ মিয়া, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুছ সালাম, মোঃ শানু মিয়া, আব্দুল হাই, অলিউর রহমান, ঠিকাদার বাচ্চু মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তিনি বলেন, সরকার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি গিয়াস উদ্দিন লন্ডনীর মতো ব্যক্তি বিশেষের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সত্যিই আনন্দের খবর। পাশাপাশি গিয়াস উদ্দিন লন্ডনীর সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সাধারণ মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন দেওয়ান মিলাদ গাজী। সভা শেষে গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.