,

নবীগঞ্জে বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

সংবাদদাতা ॥ গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসব মূখর পরিবেশর মধ্যে সকাল ১০টা থেকে প্রত্যেক ছাত্র/ছাত্রীদের অভিভাবকরা বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আসেন। একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। সর্বমোট ৭ শত ৮৪ ভোটারের মধ্যে ৫ শত ৩৫ জন অভিভাবক ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে ৯ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। তার মধ্যে ৪ জন প্রাথী বিজয়ী হন। বিজয়ীরা হলেন মোঃ মুহিবুর রহমান (ফুটবল) মার্কা ৩১৮ ভোট। মোঃ সুলেমান মিয়া (মাছ) মার্কা ২৫৩ ভোট। মোঃ নাজমুল ইসলাম (ঘোড়া) মার্কা ২৩৪ ভোট। মোঃ মুহিবুর রহমান (চেয়ার) মার্কা ১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদন্ধি ছিলেন মোঃ মনফর খাঁন (দোয়াত কলম) ১ শত ৯০ ভোট। মোঃ এনাউর মিয়া (আনারশ) ১৪৫ ভোট। মোঃ ইয়াহিয়া (আম) ১৫১ ভোট। মোঃ অলিউর রহমান (চশমা) ৮২ ভোট। মোঃ ফজল মিয়া (ছাতা) ৮৩ ভোট। দাতা সদস্য হিসেবে মোঃ দিদার আহমদ নির্বাচিত হন। সংরক্ষিতি মহিলা অভিভাবক প্রতিনিধি হিসাবে বিনা প্রতিদন্ধিতায় রাশেদা বেগম পাশ করেন। সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে ৪ জন শিক্ষক অংশ গ্রহন করেন। তার মধ্যে মোঃ জসিম উদ্দীন (০৭) ভোট, মোঃ আসাদ উল্লা (০৭) ভোট পেয়ে দুইজন নির্বাচিত হন। নিকটতম প্রতিদন্ধি সিনিয়র শিক্ষক রাধিকা রঞ্জন পুরকাস্থ পান (৬) ভোট, মোঃ আনোয়ারুল হক (৬) ভোট পান। মহিলা শিক্ষিকার মধ্যে বিজয়ী হন, রিতা বেগম (লটারীর মাধ্যমে)। তার সাথে প্রতিদন্ধিতা করেন নমিতা রানী দাশ। ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.