,

হবিগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির সভানাম্বার বিহীন ট্রাক্টর-ট্রলি চলাচল নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ আজ ১লা মে থেকে হবিগঞ্জ জেলার সকল ট্রাক্টর ও ট্রলি, নাম্বার বিহীন টমটম, রিক্সা, মোটর সাইকেল চলাচল করতে পারবে না। হবিগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত হয় আজ শুক্রবার থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোন ট্রাক্টর-ট্রলি চলাচল করতে পারবে না। এমনকি নাম্বার বিহীন টমটম, রিক্সা ও মোটর সাইকেলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সদস্য কর্ণমুনি মাইকিং করে জানিয়ে দেন। এরপরও যদি কেউ এ আদেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.