March 23, 2025, 2:33 pm

শায়েস্তাগঞ্জের জগতপুরে দূর্ঘটনায় আহত সিএনজি চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে সড়ক দূর্ঘটনায় আহত সিএনজি চালক আব্দুস সালাম অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছে। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জানা যায়, ওই সড়কে গত শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে সালামের সিএনজিটি উল্টে খাদে পড়ে যায়। এতে সালাম আহত হলে লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সে হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার আক্রম আলীর পুত্র। তার মৃত্যুতে এলাকায় ও সহকর্মী শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ সমিতির নেতৃবৃন্দ স্থানীয় কাউন্সিলর আলমগীর হোসেন, সৈয়দা লাভলী সুলতানা ও গণ্যমাণ্য ব্যক্তিগণ তার বাড়িতে ছুটে যান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.