,

শায়েস্তাগঞ্জ রেল জংশন এলাকা এখন অপরাধীদের অভয়রাণ্য প্রকাশ্যে চলছে জুয়ার আসর

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল জংশন এলাকা অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। চুরি, ছিনতাইয়ের পাশাপাশি প্রকাশ্যে জুয়া ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। আর এসব জুয়ার আড্ডা বসার কারণে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। অনুসন্ধানে জানা যায়, শায়েস্তাগঞ্জ নিজগাঁও দীঘির পাড়, পরিত্যক্ত রেল কলোনী, জংশনের উত্তর দিকে পরিত্যক্ত রেলের বগি, ফাইওভার ও বেলতলী রেল লাইনে বসে প্রকাশ্যে জুয়াসহ অসামাজিক কার্যকলাপ চলে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জুয়ারি জানায়, কেউ আমাদের কিছু করতে পারবে না। পুলিশকে তার প্রাপ্যটা দিয়েই আমরা এসব করি। গতকাল সরেজমিনে দেখা যায়, মুক্তিযোদ্ধা অফিসের দক্ষিণ দিকে রেল লাইনে বসে বিকাল বেলা প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে। কেউ কোন প্রতিবাদ করছে না। আর করলেও বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হচ্ছে। এলাকাবাসি জানান, প্রভাবশালী মহল এসব জুয়ার আসর বসায় এবং আসর থেকে প্রতিদিন হাজার হাজার টাকা কমিশন নেয়। ফলে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে অন্য দিকে এলাকায় চুরি, ছিনতাই বেড়ে গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.