,

পিন্টুর দাফন সম্পন্ন

সময় ডেস্ক ॥ তিনদফা জানাজা শেষে ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মরদেহ রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় আজিমপুরে পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দলের পক্ষ থেকে পিন্টুর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এছাড়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়ে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের জেলা ও থানা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। উল্লেখ্য, রোববার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নাসিরউদ্দিন পিন্টু। কারা কর্তৃপক্ষের চিকিৎসার অবহেলায় পিন্টুর অকাল মৃত্যু হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় ঢাকা বিভাগীয় জিআইজি প্রিজন গোলাম হায়দারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম করেছে সরকার। এদিকে পিন্টু ছোট ভাই নাসির উদ্দিন আহমেদ রিন্টু জানান, বৃহস্পতিবার বাদ আসর হাজারীবাগ মসজিদে পিন্টুর আত্মার মাগফেরাত কামনা করে কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.