March 19, 2025, 12:27 am

গর্ভ ভাড়া করে সন্তানের জন্ম ব্রিটিশ রাজবধুর!

সময় ডেস্ক ॥ অন্য নারীর গর্ভ ভাড়া করে এবারের কন্যা সন্তানটি জন্ম দিয়েছেন ব্রিটিশ রাজবধু কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম! এমনটাই দাবি রাশিয়ান পত্রিকা কোমসোমোলস্কায়া প্রাভদার নারী পাঠকদের। তাদের মতে, প্রিন্স উইলিয়ামের ৩৩ বছর বয়সী স্ত্রী কেট সন্তান প্রসবের পরপরই যে স্বাভাবিক সৌন্দর্য নিয়ে জনসম্মুখে হাজির হয়েছেন তা অসম্ভব। কারণ জন্মের পরপরই এমন স্বাভাবিক সৌন্দর্য ফিরে পাওয়া সম্ভব নয়। তাদের মতে, জনসম্মুখে ঘোষণা করার আরো বেশ কয়েকদিন, অন্তত তিন দিন, আগেই কেট সন্তান প্রসব করেছেন। আর সন্তানটিকে দেখতেও অন্তত তিন দিন বয়সীই মনে হচ্ছে। এছাড়া বিশ্বের সেরা ডাক্তারের শরণাপন্ন হলেও সন্তান প্রসবের পরপরই এমন স্বাভাবিক সৌন্দর্য ফিরে পাওয়া এবং হাসপাতালের বিছানা ছেড়ে বেরিয়ে আসা সম্ভব নয়। তবে এর চেয়েও কটু অভিযোগ করেন রাশিয়ান নারীরা- কেট নিজে কোনো সন্তান গর্ভে ধারণ বা প্রসব করেন নি। বরং অন্য কোনো নারীর গর্ভ ভাড়া করে এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কেট ও উইলিয়াম। কারণ, তাদের দাবি, কেটের চেহারায় বিশেষ কোনো মাতৃত্বের ছাপ দেখা যায়নি। আর তিনি মনে হয় এতোদিন নকলভাবে পেট ফুলিয়ে একটি গর্ভ বানিয়ে রেখেছিলেন!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.