জুয়েল চৌধুরী/এম.এ.আই সজিব ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় আসামী ভ্যান না থাকায় ঝুঁকি নিয়ে থানা থেকে বিভিন্ন যানবাহন দিয়ে কোর্টে আনা হচ্ছে। ফলে ঘটছে দূর্ঘটনা। তাছাড়া ভ্যান ছাড়া অন্য যানবাহন দিয়ে আসামী আনা নেয়ার ফলে পালিয়ে যাবারও সম্ভাবনা রয়েছে। অভিযোগ উঠেছে, বিভিন্ন থানা থেকে অনেক আসামীদেরকে সময় মতো কোর্টে প্রেরন না করে দেরীতে প্রেরণ করা হচ্ছে। ফলে ঝুকি থাকছেই। গতকাল বুধবার দুপুরে শায়েস্থাগঞ্জ সড়কের ধুলিয়াখালের আমতলীতে সিএনজি অটোরিক্সা (টমটম) সংঘর্ষে পুলিশ ও আসামীসহ ১০ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পুলিশ কনস্টেবল শাহিন মিয়া (২৩), যাত্রী হাজী সায়েদ আলী (৭০) ও শামীমা বেগম (২২) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় চুনারুঘাট থানা পুলিশ কনস্টেবল শাহিন মিয়া তার এক সহকর্মী নিয়ে ৩ আসামীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করতে সিএনজি যোগে রওয়ানা হয়। সিএনজিটি উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত টমটমের সাথে সংঘর্ষ বাঁধে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। এ ঘটনায় পুলিশ প্রশাসনে আতংক বিরাজ করছে।
Leave a Reply