স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতিতে পৌরসভার পাশাপাশি প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে সরকারিভাবে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের পরিধি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি অনুরোধ জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলায় কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে হবিগঞ্জ জেলার সঙ্গে যুক্ত হলে এমপি আবু জাহির তার বক্তব্যে এই অনুরোধ জানান। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকায় হবিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী গ্রামেও দশ টাকা কেজি দরে সরকারিভাবে চাল বিক্রয়ের আশ্বাস প্রদান করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।
Leave a Reply