-
- নবীগঞ্জ, শেষের পাতা
- বাউসা শাহ্ ইউনুস পীর (রহ.) সংস্থা ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় এপ্রিল, ৮, ২০২০, ৬:২১ অপরাহ্ণ
- 487 বার পড়া হয়েছে
আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে শাহ্ ইউনুস উদ্দীন পীর (রহ.) সংস্থা ইউকের উদ্যোগে কর্মবঞ্চিত শ্রমিক, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে দিনভর বাউসা, নাদামপুর, রাইয়াপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় ৪ শতাদিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাউসা শাহ্ ইউনুস উদ্দীন পীর (রহ.) সংস্থা ইউকের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক শাহ্ হাবিবুর রহমান বেলায়েত। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাউসা নাদামপুর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রওশন আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আলী হাছান লিটন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর চৌধুরী সহ অন্যান্যজন।
এই বিভাগের আরো খবর
Leave a Reply