March 23, 2025, 4:09 am

চুনারুঘাটে পৌর কাউন্সিলর সৈয়দ মিয়ার জানাযা সম্পন

œচুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত আলহাজ্ব আঃ আজিজ মেম্বারের বড় ছেলে সৈয়দ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……. ……রাজিউন)। তার নামাজের জানাযা বৃহস্পতিবার যোহর নামাজ বাদ চুনারুঘাট সদর ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে তাকে পশ্চিম পাকুরিয়াস্থ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজের জানাজায় হাজার হাজার মুসল্লী অংশ নেন। তিনি গত বুধবার বিকাল ৫টায় ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ ৩/৪ মাস ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। তিনি একাধারে ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ২ বার মেম্বারের দায়িত্ব পালন করেন, চুনারুঘাট খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডঃ আকবর হোসেন জিতু, উপজেলা বিএনপির সভাপতি ও ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, আইয়ুব আলী তালুকদার, আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আবু সালেহ মোঃ শফিকুর রহমান, এজাজ ঠাকুর চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সাবেক ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ইদ্রিস আলী, কাজী এম.এ খালেক, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন মিলন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ কাদির সরকার ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম। সংবাদপত্রে প্রদত্ত এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.