“নব্বর্ষ তুমি”
উত্তম কুমার পাল হিমেল
নব্বর্ষ তুমি
ভোরের আকাশে লাল সূর্যের
আলোকিত ঝিলিক,
তুমি বসন্তের শেষে কোকিলের কণ্ঠে
মুখরিত গান।
নববর্ষ তুমি
পহেলা বৈশাখের সাত সকালে
ইলিশ ভাজা ও পানতাভাতের মেলা,
তুমি বৈশাখী মেলায় অবাক করা
জাদু সম্রাটের জাদুর খেলা।
নব্বর্ষ তুমি
ফসলের মাঠে কৃষকের মূখের
মুগ্ধ হাসি,
তুমি শিল্পীর কণ্ঠে“ আমার সোনার বাংলা”
আমি তোমায় ভালবাসি ।
নববর্ষ তুমি
উঞ্চ প্রকৃতিকে সিক্ত করতে
অবিরাম বৈশাখী বৃষ্টি,
তুমি ব্যবসায়ী প্রতিষ্টানে
শুভ হালখাতা মাধ্যমে নতুনের সৃষ্টি।
Leave a Reply