,

হবিগঞ্জে ব্র্যাক কর্মীসহ ৩ জন আইসোলেশনে

মোঃ জুনাইদ চৌধুরী : হবিগঞ্জে ব্র্যাক কর্মীসহ তিন জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ব্র্যাক কর্মীসহ ৩ জন করোনা আক্রান্ত সন্দেহের রোগী ভর্তি আছে। সেই ওয়ার্ড এবং জেলা পরিষদ অডিটরিয়ামে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে আরও ৪২জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। জেলায় ১ হাজার ৬০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের অধিকাংশই নারায়নগঞ্জ ও ঢাকা ফেরত।

এছাড়াও গতকাল সোমবার দুপুরে নায়ারনগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ট্রাক চালক ও হেলপারকে আটক করে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন রুবেল হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের কোয়াইন্টানে পাঠিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.