,

নবীগঞ্জের নাদামপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী নজির মিয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আলী হাছান লিটন : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মানুষ যার যার বাড়িতে অবস্থান করছেন। নবীগঞ্জে দোকানপাট, হোটেল রেঁস্তোরা সহ সব ধরনের জনসমাগম বন্ধ রয়েছে। ফলে কর্মবঞ্চিত শ্রমিক, দিনমজুর, অসহায় ও হতদরিদ্র পরিবারের লোকজন পড়েছেন বিপাকে। সরকারের পাশাপাশি মানবতার হাত বাড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এলাকার প্রবাসীরা। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব্ব মোঃ নজির মিয়া মানবতার হাত বাড়িয়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার উদ্যোগে (শুক্রবার ১৭ এপ্রিল) বিকালে নাদামপুর গ্রামে প্রায় ১০৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মবঞ্চিত মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ ইয়াওর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মন্নান, ব্যবসায়ী মোঃ হারুন মিয়া, আব্দুল কাদির সহ নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বীয়ান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.