,

প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

করোনা : নতুন আক্রান্ত ৩১২, মৃত্যু : ৭

জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ঘন্টার ব্যাবধানে দেশে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।  নতুন ৩১২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরো ৭ জন। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৪৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯১। মারা যাওয়া ব্যক্তিদের মধ্য ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এরমধ্যে ৩জন ঢাকার ও ৪জন নারায়ণঞ্জের।

আজ ১৯এপ্রিল (রবিবার) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ব্রিফিং থেকে জানা যায়, এক দিনে ২ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্ত হয়েছে ৩১২জন। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন সুস্থ হয়ে উঠেছেন, এ নিয়ে মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় । শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিনিই আক্রান্তরে সংখ্যা বাড়ছে। গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম কোন রোগী  মারা যায় এর পর থেকে প্রতিদিনিই বাড়ছে মৃত্যুর সংখ্যা।

এক মাস ১২দিনেই রোগীর সংখ্যা ২হাজার ছাড়িয়েছে। প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর দেশে খুব দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমাদেরকে আরো সতর্ক হতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.