জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ৩১২ জনের দেহে নভেল করোনাভাইরাইসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তাদের ভেতরে ঢাকারই রয়েছে ৪৪ শতাংশ, আর নারায়ণগঞ্জের ৩১ শতাংশ বাকি ২৫ শতাংশ দেশের অন্যান্য অঞ্চলের। ঢাকায় এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের হার সবচাইতে বেশি। এর পরই রয়েছে নারায়ণগঞ্জ।
আজ ১৯এপ্রিল (রোববার) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ব্রিফিংয়ের পর স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্য ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এরমধ্যে ৩জন ঢাকার ও ৪জন নারায়ণঞ্জের।
Leave a Reply