,

প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

মৌলভীবাজারের জুড়িতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু 

বদরুল আলম চৌধুরী, মৌলভীবাজার থেকে : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মত্যু হয়েছে।
 গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই যুবক কুলাউড়ায় থাকতেন। রোববার মারা যাওয়ার আগে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ ছিল। প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি চট্টগ্রামে কাজ করতেন। আবার কেউ বলছেন, তিনি কিছু দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসে ছিলেন।
জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, ওই যুবকের মরদেহ থেকে নমুনা সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফল আসলে জানা যাবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। ওই এলাকা লকডাউন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.