,

বৃটিশ পার্লামেন্ট নির্বাচন কনজারভেটিভ ৩২৩, লেবার ২২৮

সময় ডেস্ক ॥ বৃটেনে পার্লামেন্ট নির্বাচনে চলছে চূড়ান্ত পর্যায়ের ভোট গণনা। ৬৫০ আসনের মধ্যে ৬৩৮টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ৩২৩টি আসনে। প্রধান বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ২২৮টি আসন। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতা পেতে কনজারভেটিভ পাটির্র আর মাত্র ৩টি আসনে জয় প্রয়োজন। লেবার পার্টিকে হতাশ করে অনেকটা অপ্রত্যাশিতভাবেই স্কটিশ ন্যাশনাল পার্টি জয় পেয়েছে ৫৬টি আসনে। স্কটল্যান্ডের মোট ৫৯টি আসনের মধ্যে একটি করে আসন জিতেছে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটস। এদিকে ভোট গণনার চূড়ান্ত ফলাফলে কনজারভেটিভ পার্টি ৩১৬টি আসনে বিজয়ী হতে পারে বলে বুথ-ফেরত জরিপে ধারণা করা হচ্ছিলো। অন্যদিকে, প্রধান বিরোধী দল লেবার পার্টি ২৩৯টি আসনে জয় পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিবিসি’র আগাম-বার্তা অনুযায়ী, ৩২৯টি আসনে জয় পেতে পারে প্রধানমন্ত্রী ডেভিডি ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.