,

প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

সিলেটে মোট ৩৩ জন করোনায় আক্রান্ত 

সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় করোনায় আক্রান্ত নতুন দুইজন। এদের একজন পুরুষ, বয়স ২৮। অপরজন নারী, বয়স ৬০। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এদের একজনের শারীরিক অবস্থা ভালোর অবস্থায় রয়েছে। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে সিলেট থেকে ফোনে জানানো হয়েছে মৌলভীবাজারে ২ জনের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে।
এদিকে মৌলভীবাজারের রাজনগের গত ৪ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে সানচু মিয়া (৪৫) নামে এক পান দোকানদার মারা যান। পরদিন ৫ এপ্রিল তার করোনা নমনু পরীক্ষায় পজিটিভ আসে। এটাই ছিলো মৌলভীবাজার জেলার প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্তের ঘটনা।
এদিকে সিলেটে একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল)  সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে টেস্ট হওয়া ১৮৮টি নমুনার মধ্যে ১৩টির করোনা ফলাফল পজেটিভ আসে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
ওসমানী মেডিকেল কলেজে হাসপাতাল সুত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ৪ জন ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে ৩৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হলেন।
সিলেট জেলায় আক্রান্তদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক এবং একজন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগী বলে জানিয়েছে সুত্র। এরআগে গত মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সর্বোচ্চ ১০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছিল। তারা প্রত্যেকেই ছিলেন হবিগঞ্জ জেলার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.