সময় ডেস্ক ॥ সৌদি আরবের আল কাসিম প্রদেশ থেকে ৯৭৪ জন অবৈধ অভিবাসিকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রম অধিদফতরের তত্ত্বাবধায়নে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবেই আল কাসিমের পুলিশ এ কার্যক্রম চালায়। আল কাসিমের পুলিশের মুখপাত্র বদর আল সোহাইবানি অবৈধ অভিবাসি গ্রেফতারের এ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের। সোহাইাবনি বলেন, বিভিন্ন সংস্থা, শপিং সেন্টার ও বাণিজ্যিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। অবৈধদের দেশে না থাকতে নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই অভিযান চালানো হচ্ছে বলে সোহাইবানি জানান। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশ ত্যাগ না করায় সৌদিতে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে অবৈধ অভিবাসিরা। এ ধরনের অনৈতিক কাজ বন্ধ করতেই সরকার পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৩ সালের ১ নভেম্বরের মধ্যে মেয়াদ শেষ হওয়া সব অবৈধ অভিবাসিদের দেশ ছাড়ার নির্দেশনা দিয়েছিল।
Leave a Reply