,

সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০’র উপড়

শুধুমাত্র হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত ৪৮জন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০১ জন। এরমধ্যে সর্বোচ্ছ হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জন।

গতকাল ২৭এপ্রিল (সোমবার) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০১ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গতকাল ২৭এপ্রিল (সোমবার) ওসমানীর ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয় এবং এদের মধ্যে ১৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্ত ১৩জনের মধ্যে মধ্যে ১১ জন সুনামগঞ্জ জেলার এবং বাকি ২ জন সিলেট জেলার।

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত ৪৮জন আর গতকালের সোমবারের শনাক্ত হওয়াদের নিয়ে সুনামগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন। এ ছাড়া সিলেট জেলার ১৪ জন ও মৌলভীবাজারের ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত সিলেটের একজন চিকিৎসক, হবিগঞ্জের পাঁচ বছরের শিশু ও মৌলভীবাজারের দুইজন মারা গেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.