বুলবুল আহমদ : নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩ এর ৯ (১) এর এজাহারভূক্ত ১ পলাতক আসামীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। জানযায়, গত ২৭ এপ্রিল (সোমবার) সন্ধা ৬টা ১০ মিনিটির সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন র্যাটালিয়ন র্যাব-৯, সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিকদল অভিযান চালান। এ সময় এএসপি মোঃ আনোয়ার হোসেন ও এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে
মৌলভীবাজার জেলার সদর থানার বাহারমর্দ্দন গ্রামের সাকিনস্থ আসামীর নিজ বসতবাড়ি থেকে তাকে র্যাব-৯ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার প্রেক্ষিতে জানাযায়, চলতি ২০২০ ইংরেজী সালের এপ্রিল মাসের ৬ তারিখ একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩ এর ৯ (১) এর এজহারভূক্ত আসামী। গ্রেফতারকৃত আসামী হলো মৌলভীবাজার জেলার সদর থানার বাহারমর্দ্দন গ্রামের মৃত আবিদুল ইসলাম এর পুত্র রফিকুল ইসলাম (২৮)। পরে গ্রেফতারকৃত রফিকুলকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Leave a Reply