,

নবীগঞ্জে গরীব এন্ড এতিম ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বাউসা ইউনিয়নের মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশন ও গরীব এন্ড এতিম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। পবিত্র মাহে রমজান উপলক্ষে (গত বৃহস্পতিবার) উপজেলার বিভিন্ন মাদ্রাসার ১৩ জন শিক্ষক ও এতিম অসহায় প্রায় ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ ৪৩ হাজার টাকা বিতরণ করেন বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. নুরুল ইসলাম এর পরিবারের সদস্যদের নিয়ে গঠিত গরীব এন্ড এতিম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এছাড়াও করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মবঞ্চিত অসহায় ও হতদরিদ্র প্রায় ২৫০ শত পরিবারের মাঝে চাল, তেল, ডাল, পেঁয়াজ, রশুন ও আলু বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। গরীব এন্ড এতিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠন (প্রত্যাশা) উপজেলা শাখার সভাপতি এইচ এম মাসুদ বিন নূর জানান, প্রতিবছরই রমজান মাস উপলক্ষে আমাদের গ্রাম সহ বিভিন্ন গ্রামে আমাদের পারিবারিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। করোনা ভাইরাসের প্রার্দুভাবে খেটে খাওয়া লোকজন কর্মহীন হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন ধাপে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুই ধাপে আরো ১০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। গরীব এন্ড এতিম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমার চাচাতে ভাই যুক্তরাজ্য প্রবাসী হাজী মকবুল হোসন সহ আমাদের পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য, মাও. নুরুল ইসলাম ফাউন্ডেশন গঠিত হবার পর থেকেই, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন। এছাড়াও উক্ত ফাউন্ডেশন সক্রিয়ভাবে এলাকার গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসে কাজ করে আসছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.