,

হবিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ॥

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ‘বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৫। এ দিবস উপলক্ষে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের আরডি হলে এ সকল কর্মসুচী পালিত হয় ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় এবং স্থানীয় সমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন কর্মসুচীর আওতায়। হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সহ-সভাপতি মাহফুজা জাফরীন, সুবর্ণা চৌধুরী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রইট শাহীনা ফেরদৌসী, স্থানীয় সরকার উপ-পরিচালক দিলীপ কুমার বনিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ, এটিএন বাংলা’র হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, কবি অপু চৌধুরী। এছাড়াও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। চিত্রাংকন প্রতিযোগিতায় ৪টি বিভাগে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীর মাঝে বিশেষ পুরস্কার বিতরন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.