আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত গ্রেটার লন্ডন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ন্যায় বাউসা ইউনিয়নেও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মবঞ্চিত খেটে খাওয়া লোকজন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে গ্রেটার লন্ডন ওয়েলফেয়ার এর নেতৃবৃন্দ নগদ অর্থ বিতরণ করেন। ১ মে শুক্রবার সকালে বাউসা ইউনিয়নের নাদামপুর দারুল উলুম মাদ্রাসা মাট প্রাঙ্গনে বাউসা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এর ডাইরেক্টর বাউসা শাহ্ বাড়ির যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ্ মোঃ ছালিক মিয়া ও নাদামপুর হাজী বাড়ির যুক্তরাজ্য গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডাইরেক্টর যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ নজরুল ইসলামের প্রচেষ্টায় নগদ অর্থ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দুর রুপ, মোঃ আব্দুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আলী হাছান লিটন, মোঃ ফুরুক মিয়া, শাহ্ লিমন আহমেদ ও মুন্সি বদরুল আলম। এতে উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের খেটে খাওয়া লোকজন, গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের প্রায় ১২০ জনকে জনপ্রতি ৫০০ টাকা করে প্রদান করা হয়। নগদ অর্থ পেয়ে কর্মহীন লোকজন সন্তুষ প্রকাশ করে বলেন, দূর্দিনে গ্রেটার লন্ডন ওয়েলফেয়ার নবীগঞ্জ এসোসিয়েশন আমাদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। তাদের দেয়া নগদ অর্থ কষ্ট লাগবে সহায়ক হবে। উল্লেখ্য, নবীগঞ্জের প্রতিটি ইউনিয়নের লন্ডনে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন দুর্যোগ ও দুঃসময়ে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। আর্থমানবতা ও সমাজ সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করে নবীগঞ্জের উন্নয়ন মূলক কর্মকান্ডে তাদের সক্রিয় ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে রেজিষ্টেশনকৃত সামাজিক সংগঠন গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন।
Leave a Reply