স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে হতদরিদ্র ও কৃষি শ্রমিকদের মাঝে ত্রান এবং শিশুদের মাঝে শিশুখাদ্য বিতরন করা হয়েছে। গতকাল ৪ মে (সোমবার) বানিয়াচং উপজেলার দূর্গম ৫নং দৌলতপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে ত্রান ও শিশুখাদ্য বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ত্রান ও শিশুখাদ্য বিতরন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এস খোকন,ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরিষ চন্দ্র,ইউপি সদস্য মাইনুদ্দীন আহমেদ প্রমূখ। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, আলু। বানিয়াচং উপজেলার নিম্ন আয়ের কর্মহীন লোকজনের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রান উপহার দেওয়া হয়েছে। এরমধ্যে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটিতে ৭৫জন শ্রমিককে কৃষি প্রনোদনা হিসেবে ত্রান দেওয়া হচ্ছে। শিশুদের সুরক্ষার জন্য তাদেরকেও গুড়োদুধ দেওয়া হচ্ছে।
Leave a Reply