,

আসুন মানবতার হাত বাড়িয়ে দেই,

স্বাবলম্বী হয়ে বাঁচতে চায় সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধি নুর ইসলাম

সংবাদদাতা : ছেলেটির বাড়ি হবিগঞ্জ, হবিগঞ্জ সিএনজি স্ট্যান্ড এর উপর দিয়ে গেলে তার দেখা মেলে সে একজন শারীরিক প্রতিবন্ধিতা  সে ২০০৭ সালের দোকান কর্মচারী  হিসাবে কাজ করত নুরুল ইসলাম হঠাৎ করে এমন সময় দ্রুত গতিতে আশা একটি মোটরবাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায় মোটরবাইক আরোহি। পরে এলাকার লোকজন( মানুষ) এসে তাকে উদ্ধার করে, হবিগঞ্জ  সদর হাসপাতালে  নিয়ে যায়। ডাক্তার তাকে দেখে বলেন আমাদের ধারা কিছু হবে না, তাকে ঢাকা নিয়ে যাও।তাক্ষনিক এলাকার মানুষেরা সাহায্য সহযোগীতা করে ঢাকা মেডিকেল  হাসপাতালে  চিকিৎসার জন্য এসে ভর্তি করেন। দির্ঘদিন চিকিৎসা  করানো হয়।পরে চিকিৎসার  অবস্হায় তাহার বাম হাত বাম পাঁ  চির দিনের জন্য ডেমেজ হয়ে যায়। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল তার অারো কিছুটা  স্বাবলম্বী হওয়ার জন্য। তার বাবা গরীব অসহায় বাংলাদেশের একজন গ্রামপুলিশের তার গ্রামপুলিশ নিজামপুর ইউনিয়নে কর্মরত আছেন। ছেলে বাড়ি হবিগঞ্জ সদর উপজেলা ৯নং নিজামপুর ইউনিয়ন বাতাসার গ্রামের একজন শারীরিক প্রতিবন্ধি কিন্তু সে চায়  আরো ১০ জনের মতো কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতে  । সে সকাল বেলা লোকাল পত্রিকা বিক্রি করার পাশাপাশি ভ্রাম্যমান ফ্লেক্সিলোড কার্ড বিক্রি করে। তার কিছুঅর্থদান করেন এটাতার বিকাশ নাম্বার  দিলাম 01626-101013 পার্সোনাল ।  ঈদকে সামনে রেখে  যদি কেউ কিছু  পরিমাণ তাকে বিকাশ করেন তাহলে আরো বেশি স্বাবলম্বী হবে। একজন শারীরিক প্রতিবন্ধী বালকের এই  আবেদন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.